বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৫ জুলাই) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা সাতক্ষিরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!