প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে স্কুলছাত্রীর আত্মহত্যা, রহস্য

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
বিয়ানীবাজারে স্কুলছাত্রীর আত্মহত্যা, রহস্য

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারের পল্লীতে তায়ৈবা বেগম চৌধুরী (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। রহস্যঘেরা ওই আত্মহত্যার কারণ নিয়ে তদন্ত চলছে।

 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

 

আত্মহননকারী স্কুলছাত্রী উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া গ্রামের রুহুল আমীন চৌধুরীর মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তার পিতা প্রবাসে থাকেন। ভাই-বোনদের মধ্যে ২য় তায়ৈবার এমন ঘটনায় পরিবারে চলছে আহাজারি।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ উজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে।

Sharing is caring!