
স্টাফ রিপোর্টার:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট এলে দলটির নিবন্ধন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (১২ মে) ইসি ভবনে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় নাসির উদ্দীন বলেন, ‘আমরা এখনও সরকারের গেটেজ পাইনি। গেজেট এলে তখন সিদ্ধান্ত নিতে পারবো।’
তিনি আরও বলেন, ‘নিবন্ধন বাতিল হবে কিনা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে গেজেট আসুক।’
Sharing is caring!