
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুরের কামারচর এলাকার আমজাদ মন্ডল (৬৫) তার দুই ছেলে অতুল মন্ডল (১৩) এবং রাহাত মন্ডল (২৬)।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। মাইক্রোবাসটি মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসে থাকা বাবা ও দুই ছেলের মৃত্যু হয়। আহত হন আমজাদ মন্ডলের স্ত্রীসহ আরও দুজন। আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাছাড়া নিহত আমজাদ মন্ডলের স্ত্রীসহ আরও দুজন আহত হয়েছেন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!