প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্ত্রীর স্বীকৃতির দাবিতে মাসুমের বাড়িতে শান্তা

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ণ
স্ত্রীর স্বীকৃতির দাবিতে মাসুমের বাড়িতে শান্তা

স্টাফ রিপোর্টার:
রাজশাহী দুর্গাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অটোচালক মাসুমের বাড়িতে শান্তা (২৫) নামের এক তরুণী অনশন করছেন। বুধবার (১৮ জুন) উপজেলার ধরমপুর শিলাল পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই তরুণীর বাড়ি তানোর উপজেলায়। সে রাজশাহী শহরে বসবাস করেন।

স্থানীয়দের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অনশন করার পর বাড়িতে ফিরে যান শান্তা। এদিকে এ ঘটনার পর থেকেই বাড়ি থেকে পালিয়েছেন অটোচালক মাসুম। সে বিবাহিত, তার স্ত্রীর-সন্তানও আছে। স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করা তরুণী শান্তা জানান, মাসুমের সাথে আমার অনেক দিনের প্রেমের সম্পর্ক।

গত মে মাসের ১২ তারিখে আমরা বিয়ে করি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মতো আমার সঙ্গে মাসুম চলাফেরা করেন। হঠৎ করে আমার গর্ভে তার সন্তান চলে আসে। এই অবস্থায় আমি তাকে তার বাড়িতে তুলে নিয়ে যাওয়ার কাথা বলতে থাকি।

সে নিয়ে যাবে-যাচ্ছি বলে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তার বাড়ির ঠিকায় চলে আসি। এসে স্ত্রীর স্বীকৃতি দাবি করে অনশন করি। এদিকে সেই তরুণী আশার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মাসুম।

তবে মাসুমের রানার পরিবারের দাবী মাসুমকে ত্যাজ্যপুত্র করেছেন তার পরিবার। এমনকি তার সাথে পরিবারের কোনো প্রকার সম্পর্কও নেই।

এদিকে স্ত্রীর দাবি নিয়ে আশা এই তরুণীর বিষয়ে স্থানীয়রা বলেন, এই মেয়েটিকে দেখে সন্দেহ হচ্ছিল। তার সাথে আরো দুইজন মেয়ে এসেছিল। যদি বিয়ের দাবি নিয়েই আসবে তাহলে তার সাথে আরো মেয়ে আসবে কেন। তাদের দেখে মনে হচ্ছে তারা একটি প্রত্যারক চক্র।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Sharing is caring!