প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলায় ওড়না পেঁচানো স্বামীর লাশ উদ্ধার, আটক স্ত্রী

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ণ
গলায় ওড়না পেঁচানো স্বামীর লাশ উদ্ধার, আটক স্ত্রী

Manual8 Ad Code

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে সুজন চৌধুরী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ।

নিহত সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। অপরদিকে তার স্ত্রীর নাম দুল্লী রানী। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিদ্ধুর মেয়ে।

Manual2 Ad Code

নিহতের পরিবার জানায়, ভোর ৪টার দিকে নিহত সুজনের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। কাজ শেষে ঘরের ফেরার সময় দেখতে পায় বাড়ির পাশের বাঁশঝাড়ে অন্ধকারে তার ছেলের বউ দুল্লী রানী দাঁড়িয়ে আছে। শ্বশুরকে দেখে সে নিজেকে আড়াল করার চেষ্টা করে। পরে সন্দেহ হলে তিনি ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলের নাম ধরে ডাকলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসে এবং স্ত্রীকে আটক করে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Manual2 Ad Code

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, পরিবারের লোকজনের অভিযোগ-তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের দেোয়া তথ্য অনুযায়ী স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। নিহতের স্ত্রী দুল্লী রানীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Manual1 Ad Code

ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code