প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বরিশালে হাসানাতের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ণ
বরিশালে হাসানাতের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা

স্টাফ রিপোর্টার:
বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর কালী বাড়ি রোডের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা। সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ওই ভাঙচুর চালান তারা। এ সময় বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস‍্যরা।

বুধবার সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস‍্যদের একটি দল। রাত পৌনে ১২টা নাগাদ কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব‍্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। রাত ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর চলছিল। এর ৫ আগস্ট এই বাড়িত প্রথম দফায় হামলা করে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

Sharing is caring!