প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

‘রোগা’ কাঞ্চনের জন্য কত মহিলারা কাঁদেন : শ্রীময়ী

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ০১:০৯ অপরাহ্ণ
‘রোগা’ কাঞ্চনের জন্য কত মহিলারা কাঁদেন : শ্রীময়ী

বিনোদন ডেস্ক:
একটা সময় তাদেরকে বলা হতো শিক্ষক-ছাত্রী জুটি। কাঞ্চন মল্লিককে নিজের শিক্ষাগুরু হিসেবেই পরিচয় দিতেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তবুও দু’জনের সম্পর্ক নিয়ে ফিসফিস ছিল মিডিয়াপাড়ায়।

বয়সে ২৭ বছরের ছোট সেই শ্রীময়ীর গলাতেই তৃতীয়বারের মতো মালা দিয়েছেন কাঞ্চন। বিয়ের বছর পার না হতেই সন্তানেরও মুখ দেখেছেন তিনি। ৫৩ বছর বয়সে আবারও সন্তানের বাবা হওয়ায় কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী। অভিনেত্রীর দাবি, কাঞ্চনকে যতই ‘রোগা’ বলা হোক না কেন, তার মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়।

টিভি নাইনকে দেওয়া এক শ্রীময়ী বলেন, “এই যে রোগা কাঞ্চনকে দেখছেন, কত মহিলা ওর জন্য কাঁদে জানেন? দুর্গাপূজায় দেখেছি, একজন হাউহাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন। বলে উঠলেন, কাঞ্চন তুমি আমার…।”

স্ত্রী শ্রীময়ী যখন এসব কথা বলেন, কাঞ্চন তখন তার পাশের চেয়ারে বসা। স্ত্রীর মুখে এসব কথা শুনে লজ্জায় লাল হয়ে যান তিনি। এরপরই কাঞ্চন বলেন, ‘না না, এসব ভুল। আমার এসব কিছু নেই।’

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান অনেক। তবুও শ্রীময়ীকে কেন জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে কাঞ্চন মল্লিক বলেন, মানুষ একটু ভালো থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। আমি ট্রলড হই ঠিকই। কিন্তু আমি যখন একা থাকি, এরা আমার পাশে থাকেন না। যে সময়ে একা ছিলাম, পাশে দুটো লোকের দরকার ছিল। ‘কেমন আছো?’ এটা জিজ্ঞাসা করার লোক দরকার ছিল, সেই সময় যে ছিল (শ্রীময়ীর দিকে তাকিয়ে) তাকেই ভরসা করেছি। বাবা-মা চলে যাওয়ার পর যাকে পেয়েছিলাম, তাকেই চেয়েছি।

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার বেঁধেছিলেন কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন। সেই সংসার আলো করে এসেছে প্রথম সন্তান।

Sharing is caring!