প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। গতকাল সোমবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব জব্দ করে। আজ মঙ্গলবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ৭৯৬টি শাড়ি, ১৯টি গরু, পোস্তদানা ১২০ কেজি, জিরা ৩৩৭ কেজি, মদ ১৮৬ বোতল, বিয়ার ১০ বোতল, মাহিন্দ্রা একটি এবং ২ হাজার ১৩৩ কেজি রসুনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Sharing is caring!