
স্টাফ রিপোর্টার:
সিলেটে র্যাবের অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছেন। তাদের কাছ থেকে ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর গোবিন্দপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে রাসেল মিয়া (২৬) ও সিলেটের গোয়াইনঘাট থানার পাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে আসলাম উদ্দিন (৩৮)।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
Sharing is caring!