প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে তফ্জুল হোসেনের মাগফেরাত কামনায় দোয়া

editor
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে তফ্জুল হোসেনের মাগফেরাত কামনায় দোয়া

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় মুবজিল আলী ও আমিনা বেগম মারকাযুল কোরআন মাদ্রাসায় বিশেষ দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে সদ্য প্রয়াত তফজ্জুল হোসেনের পরিবারের সদস্য মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীরা অংশ নেন।

 

মুবজিল আলী ও আমিনা বেগম মারকাযুল কোরআন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ফয়জু মিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মন্নান। দোয়া মাহফিলে অংশ নেন প্রয়াত তফজ্জুল হোসেনের সহোদর ময়নুল ইসলাম, জিয়াউল ইসলাম ও জাকির হোসেন। বিশেষ ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, পৌরসভার বিএনপি’র সভাপতি মিজানুর রহমান রুমেল, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, খায়রুন নেছা মহিলা টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শহীদ, সাংবাদিক আহমেদ ফয়সাল, প্রবীন মুরব্বি আসাদ আলী, খাসাড়িপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামসহ আরো অনেকে।

 

সদ্য প্রয়াত প্রাক্তন পৌর প্রশাসক তফজ্জুল হোসেন ছিলেন এ সমাজের উদার জনপ্রতিনিধি এ কথা উল্লেখ করে অতিথিরা তার দীর্ঘ সময়ে জনহিতকর কাজের প্রশংসা করেন।

 

আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত প্রাক্তন পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের মাগফেরাত কামনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

Sharing is caring!