প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ দলের মূল ফোকাস এখন ব্যাটিংয়ে

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশ দলের মূল ফোকাস এখন ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজ পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেট টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি হয়েছে টাইগারদের। দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে অন্তত সিরিজ হার এড়াতে মরিয়া এখন নাজমুল হোসেন শান্তর দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন জাকের আলী অনিক। ব্যাটিংয়েই বাড়তি মনোযোগ দেওয়া কথা জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু প্রথম টেস্টটা আমাদের পক্ষে যায়নি, তবে আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য ব্যাটিং ফোকাস থাকবে, কারণ ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি, কাজেই এখানেই মূল ফোকাস।’
জাকের আলী অনিক।

প্রথম টেস্টে হারে পেছনে দলের বাজে ব্যাটিংকে দায়ী করছেন জাকের। তিনি আরও বলেন, ‘ব্যাটিং নিয়েই আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণেই ভুগেছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়, এসব নিয়ে আলাপ হয়েছে। সব সময় তো বোলাররা জেতাবে না, বেশিরভাগ সময় বোলাররাই (টেস্ট) জেতায়। আমরা চাইবো, এই ম্যাচে যেন আমাদের ব্যাটাররা সবাই সেরা পারফরম্যান্সটা দিতে পারে, সহজেই জিততে পারি।’

প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ প্রসঙ্গে জাকের বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

Sharing is caring!