প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

 

স্পোর্টস ডেস্ক:

লিগ জিততে টটেনহামের বিপক্ষে লিভারপুলের দরকার ছিল কেবল একটা ড্র। সেখানে ৪৫ মিনিটেই চলে এল ৩-১ গোলের লিড। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে অলরেডদের দূরত্ব তখন কেবল ৪৫ মিনিট।

 

এর মাঝেও অপেক্ষা ছিল একটা বিশেষ মুহূর্তের। পুরো মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ সালাহ যে তখন পর্যন্ত গোলের দেখা পাননি! গত চার ম্যাচ ধরেই গোল নেই সালাহর পা থেকে। যদিও শিরোপার কাছাকাছি লিভারপুলকে টেনে এনেছিলেন তিনিই। কোডি গাকপো তো একবার নিজের সুযোগটাই তুলে দিয়েছিলেন সালাহর পায়ের কাছে। সেটা থেকেও গোল পাননি মিশরীয় এই তারকা।

৬৪ মিনিটে সেই আরাধ্য গোলও পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল পেয়ে বাম পায়ের চিরচেনা ভঙ্গিমায় গোল করেন মোহাম্মেদ সালাহ। লিভারপুল ভক্তদের প্রত্যাশা যেন পূরণ হলো ওই এক গোল দিয়েই। আর সেটা সালাহকে প্রিমিয়ার লিগে এনে দিল আরও একটা রেকর্ড।

 

টটেনহামের বিপক্ষে গোলের পর সার্জিও আগুয়েরোকে পাশ কাটিয়ে প্রিমিয়ার লিগে বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি (১৮৫) গোলের রেকর্ড নিজের করে নেন সালাহ। ২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির আগুয়েরো। আর লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। এই ১৮৫ গোলের ২টি অবশ্য করেছেন চেলসির জার্সিতে।

 

রেকর্ডের পাতায় আরও একটা দিকে সবার ওপরে উঠেছেন সালাহ। গতকালের গোলের পর প্রিমিয়ার লিগে সরাসরি ২৭২ গোলে যুক্ত ছিলেন (গোল এবং অ্যাসিস্ট) মিশরের এই উইঙ্গার। পেছনে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসকে। ওয়েলশ তারকা গিগস সরাসরি অবদান রেখেছিলেন ২৭১ গোলে।

সালাহ অবশ্য গোলের তালিকায় নিজেকে নিয়ে যেতে পারেন আরও অনেকটা ওপরে। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন ৫ নম্বরে। ১৮৭ গোল নিয়ে যেখানে তার ওপরে অ্যান্ডি কোলের। ইউনাইটেড কিংবদন্তি কোলকে এই মৌসুমেই টপকে যাওয়ার সুযোগ আছে সালাহর। এরপর সালাহর সামনে আছেন ইংল্যান্ডের তিন স্ট্রাইকার ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।

সবমিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি গোলে সহযোগিতাসহ ৪৬ গোলে অবদান রেখেছেন সালাহ। যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ।

Sharing is caring!