প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাকিব ‘শো’র অপেক্ষা

editor
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ণ
সাকিব ‘শো’র অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে সিরিজের পর সাকিব আল হাসান সেভাবে বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় মূলত শ্রীলঙ্কায় টি১০ আর আবুধাবি টি২০ লিগে খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। ২০ মার্চ বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হওয়ার খবর স্বস্তি বয়ে আনলেও ক্রিকেট মাঠে নামা হয়নি তাঁর।

যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুবিধা না থাকায় অনুশীলনও করতে পারছিলেন না। এ কারণে আমিরাতে বাংলা টাইগার্সের ভেন্যু আজমানে এসে ৮ থেকে ১০ দিন অনুশীলন করেন।

নিউইয়র্কে বসেই পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পাওয়ার খবর পান। তাঁর ভারতীয় এজেন্ট রুদ্র দীপের চেষ্টায় সুযোগটা মিলেছে।

ভারত-পাকিস্তান সামরিক লড়াইয়ের কারণে অনেক বিদেশি পিএসএলে ফিরতে রাজি হননি। এই সুযোগে সাকিবের ভাগ্যের শিকে ছেঁড়ে।

পাঁচ মাস পর আবার প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে খেলার সুযোগ পেলেন সব্যসাচী ক্রিকেটার। পিএসএল আজ থেকে মাঠে গড়ালেও সাকিবের দলের ম্যাচ কাল পেশোয়ার জালমির সঙ্গে।

Sharing is caring!