প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সাকিব আল হাসান

editor
প্রকাশিত মে ২২, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সাকিব আল হাসান

স্টাফ রিপোর্টার:
গত বছরের নভেম্বরে আবু ধাবি টি-১০ লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। স্বীকৃত ক্রিকেটে সেটাই ছিল সাকিবের শেষ খেলা। প্রায় সাত মাস পর আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ দিয়ে। প্লে অফে জেতে লাহোর কালান্দার্সের সামনে প্রতিটি ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। করাচি কিংসের বিপক্ষে আজকের মুখোমুখি লড়াইকে সামনে রেখে এ কথাই জানালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা জয় খুব জরুরি ছিল প্লে-অফে যাওয়ার জন্য।’ সাকিব আরও বলেন, ‘করাচি কিংসের বিপক্ষে আমাদের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে, এটাই এখন লক্ষ্য। করাচি ভালো দল, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

পিএসএল নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি পিএসএলে আগে খেলেছি এবং প্রতিবারই অভিজ্ঞতা ভালো ছিল। গত দশ বছরে আমি দেখেছি পিএসএলের অনেক উন্নতি হয়েছে। টুর্নামেন্টটি অনেক বড় হয়েছে।’

লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই দলের পরিবেশ অসাধারণ। আমি আগে যাদের বিপক্ষে খেলেছি শাহীন আফ্রিদি, হারিস রউফ; তাদের সঙ্গে এখন ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছি। এ সুযোগে আমরা একে অপরকে ভালোভাবে চিনতে পারছি।’

দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন,‘অনেকদিন পর ক্রিকেটে ফিরলে এক ধরনের উত্তেজনা কাজ করে। তবে সঙ্গে সঙ্গে দেখতে হয় শরীর কেমন সাড়া দিচ্ছে। যদিও এটা একটু ভিন্ন অভিজ্ঞতা, তবে আমার জন্য ইতিবাচক ছিল।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন সাকিব। ‘আমি এখনো পিএসএলসহ অন্যান্য লিগ খেলতে চাই। সামনে ৪-৫ মাসে কী হবে বলতে পারি না, তবে আমার চুক্তি আছে। তাই আমি লিগগুলো অবশ্যই খেলব।’

এদিকে আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী টাইগার অলরাউন্ডার। তিনি বলেন, ‘এই সিরিজটা ভালো হবে আশা করি। দুই দলের মধ্যেই অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে, যারা ভালো কিছু করতে মুখিয়ে থাকবে।’

Sharing is caring!