
স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বাংলাদেশ দলের পেস আক্রমণের সেরা দুই অস্ত্র তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান। তবে দলের হেড কোচ ফিল সিমন্স আশা করছেন, পেস আক্রমণ দিয়েই পাকিস্তানে ভালো কিছু করবে বাংলাদেশ। নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়েও উচ্ছ্বসিত তিনি।
অ্যাঙ্কেলের চোটে গত দুই মাস ধরেই মাঠের বাইরে তাসকিন। মোস্তাফিজ আঙুলে চোট পেয়েছেন গত সপ্তাহে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে।
সোমবার বিকেলে লাহোরে ট্রেনিং সেশনের ফাঁকে সিমন্স বললেন, ‘আমরা আমাদের সিনিয়র পেসারদের মিস করব। আমরা দেখেছি, মোস্তাফিজ আইপিএলে কেমন বল করেছে। আমরা তাকে মিস করব। তবে এই সিরিজে তার জায়গায় অন্য কারো প্রমাণের সুযোগও থাকছে। আশা করি কেউ একজন তার জায়গাটা পূরণ করতে পারবে। (পেস) বোলিংই এই ফরম্যাটে আমাদের শক্তির জায়গা। তবে মোস্তাফিজ তাসকিনের মতো দুজন সিনিয়র বোলারের অভাব ভারসাম্য কিছুটা নষ্ট করেছে অবশ্যই।’
মোস্তাফিজের অভাব পূরণে বাংলাদেশ দলে ডেকেছে খালেদ আহমেদকে। তবে ব্যক্তিগত কারণে পাকিস্তান সফর থেকে সরে যাওয়া নাহিদ রানার রিপ্লেসমেন্ট নেয়নি টাইগাররা।
খালেদ ছাড়াও বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তরুণ তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। সৌম্য সরকার চোটে ছিটকে পড়ায় স্পিন আক্রমণে বাড়তি শক্তি হিসেবে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সিমন্সের মতে, অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ শন টেইটের অন্তর্ভুক্তি দলে বড় প্রভাব রাখবে। সঙ্গে আছেন পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ। টেইট এবং মুশতাক দুজনই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করেছেন। এটা পাকিস্তানের মাটিতে দলকে সাহায্য করবে বলে আশা টাইগার কোচের।
সিমন্স বলেন, ‘আমার মনে হয় সে (টেইট) দুর্দান্ত। শুধু বোলারদের জন্য নয়, পুরো দলের জন্যই। আমরা এখানকার পরিস্থিতি বুঝতে পারব। মুশিও (মুশতাক) পিএসএলে কাজ করেছে, ফলে আমরা তার কাছ থেকেও তথ্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারব।’
Sharing is caring!