প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রথমবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

editor
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ণ
প্রথমবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক:
ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ার দেশ উজবেকিস্তান। এমন ঐতিহাসিক অর্জনের পর পুরো দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। আর সেই উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে এশিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে পাওয়া জয়। দেশটির রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তান।

এমন জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করা উজবেকিস্তান দলের সব সদস্যই পেয়েছেন বিশেষ সম্মাননা। প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ এর পক্ষ থেকে উজবেকিস্তানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে গাড়ি দেওয়া হয়েছে।

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ড বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় বিলাসবহুল বিওয়াইডি ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি। সেখানেই জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে তুলে দেওয়া হয় গাড়িগুলোর চাবি।

পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টিভি ও গণমাধ্যম। স্টেডিয়ামের ভেতর গাড়িগুলোর সারি ও চাবি তুলে দেওয়ার দৃশ্য ছিল উজবেকিস্তান ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত। অনেকে একে আখ্যা দিয়েছেন ‘স্বপ্নপূরণের ক্ষণ’ হিসেবে।

শুধু তাই নয়, প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ জাতীয় দলের সদস্যদের রাষ্ট্রীয় পদক, সনদ ও সম্মানসূচক উপাধিতে ভূষিত করার ঘোষণা দিয়েছেন। দলের কোচ তিমুর কাপাদজে বলেন, ‘এই অর্জন শুধুমাত্র আমাদের না, পুরো জাতির। এই জয় আমরা দেশের জনগণ ও প্রেসিডেন্টকে উৎসর্গ করছি।’

Sharing is caring!