প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শান্ত-মুশফিকের ফিফটি, জুটির সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ণ
শান্ত-মুশফিকের ফিফটি, জুটির সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক:
প্রথম সেশনে বাংলাদেশ খানিকটা ব্যাকফুটেই চলে গিয়েছিল। আর একটা উইকেট বাংলাদেশকে ঠেলে দিতে পারত খাদের কিনারে। ঠিক সে সময় সফরকারীদের ত্রাতা হয়ে এলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন সেঞ্চুরি, ব্যক্তিগত ফিফটির দেখাও পেয়ে গেছেন তারা। তাতে বাংলাদেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন।

দুই ব্যাটার উইকেটে এসেছিলেন প্রায় কাছাকাছি সময়ে। ৮ বলের এদিক ওদিকে ২ উইকেট খুইয়ে বাংলাদেশ তখন ধুঁকছে। এরপর থেকে দুই ব্যাটার কোনো সুযোগ দেননি শ্রীলঙ্কাকে।

প্রায় নিখুঁত ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেন শান্ত আর মুশফিক। পুরো ইনিংস জুড়ে দুজন এগিয়েছেন প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে। ফিফটির দেখাটাও দুজন দুই বলে পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে দুজনের জুটিও তিন অঙ্ক ছুঁয়ে ফেলে।

৩১.১ ওভারে এই সেঞ্চুরি জুটিটি পেল বাংলাদেশ। তাতেই পরিষ্কার, দুজন মিলে বেশ ইতিবাচক ব্যাটিংই করেছেন আজ।

এই ফিফটি শান্তর ক্যারিয়ারের ষষ্ঠ। ওদিকে মুশফিক তার ২৮তম টেস্ট ফিফটির দেখা পেয়েছেন। ২০২৪ সালের আগস্টের পর এবারই প্রথম ফিফটি ছুঁয়েছেন তিনি। গেল বছর পাকিস্তান সফরে ১৯১ রানের ইনিংস খেলার পর থেকে ১৩ ইনিংস খেলেও তিনি ফিফটির দেখা পাননি। সে খরাটা ঘুচল আজ।

দুজনের এই জুটি বাংলাদেশকে বেশ স্বস্তিই এনে দিয়েছে বৈকি! গলের ব্যাটিং স্বর্গ দেখে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে সেখানে শুরুর সেশনেই ৩ উইকেট খুইয়ে বসে বিপাকে পড়ে গিয়েছিল দলটা। তবে শান্ত আর মুশফিকের ব্যাটে এখন রান পাহাড় গড়ার স্বপ্নও দেখতে শুরু করেছে সফরকারীরা।

Sharing is caring!