প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে মরিয়া মার্টিনেজ

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০২:০০ অপরাহ্ণ
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে মরিয়া মার্টিনেজ

অ্যাস্টন ভিলা ছাড়ছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর থেকে তার ভবিষৎ নিয়ে আলোচনা শুরু হয়। অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং সৌদি ক্লাবগুলো আগ্রহী ছিল বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের প্রতি। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পছন্দ মার্টিনেজের।

এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানইউ এর নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। ইউনাইটেডেরও আগ্রহ আছে মার্টিনেজের প্রতি।

এক সূত্রকে উদ্ধৃত করে দ্য সান জানিয়েছে, ‘মার্টিনেজ আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এছাড়া ম্যানইউ কোচ আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিংয়ে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর মার্টিনেজ সেই চাহিদায় পুরোপুরি ফিট।’

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম সামনে রেখে দলে রদবদল শুরু করে আমোরিম ইতোমধ্যেই ব্রাজিল এবং উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছেন। এবার এই পর্তুগিজ কোচ আরও একজন দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে টানতে পারেন।

Sharing is caring!