প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২০২৬ বিশ্বকাপ নিয়ে যা জানালেন নেইমার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপ নিয়ে যা জানালেন নেইমার

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বর্তমানে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই পোস্টারবয়কে ক্যারিয়ারের পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে চোটের বিরুদ্ধে। বরাবরই তিনি লড়াইয়ে জয়ী হয়েই ফিরে এসেছেন, এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। গত বছরের অক্টোবরে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এই তারকা, এরপর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া- সবকিছু শেষ করে পুরোপুরি ফিট হয়েই আবার মাঠে ফিরেছেন নেইমার।

Manual7 Ad Code

মাঠে ফিরে ফুটবল পায়ে জাদু দেখিয়ে রোমাঞ্চিত করেছেন দর্শকদের। তবে ফেরাটা ফেরাটা সুখকর হলো না ব্রাজিলের পোষ্টার বয়ের। আল হিলালের জার্সিতে একবছর পর মাঠে ফিরে মাত্র দুই ম্যাচ খেলেই আবারও একমাসের জন্য ছিটকে গিয়েছেন মাঠের বাহিরে। তবে আল হিলালের কোচ সন্তুষ্ট প্রকাশ করেছে দ্রুতুই মাঠে ফিরবেন ব্রাজিলের পোষ্টার বয়। এদিকে ২০২৬ বিশ্বকাপের জন্য জাতীয় দলে ফেরার এবং ‘সেলেসাও’কে নেতৃত্ব দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নেইমার।

Manual7 Ad Code

সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে বিশ্বসেরার আসনে পৌঁছে দেয়া। ‘আরএমসি’কে নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।

ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সাফল্য এনে দিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

Manual8 Ad Code

নেইমার ইতোমধ্যে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে তার বিশ্বকাপ যাত্রা চ্যালেঞ্জে পরিপূর্ণ। ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি এবং সেই ম্যাচে ব্রাজিল ১-৭ গোলের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে নেইমারের স্বপ্ন ভেঙে যায়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code