প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছেলের বাবা হলেন শামীম পাটোয়ারী

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ণ
ছেলের বাবা হলেন শামীম পাটোয়ারী

স্পোর্টস ডেস্ক:
ব্যাট হাতে দারুণ যাচ্ছে শামীম পাটোয়ারির বিপিএল। রান পাচ্ছেন, তার দল চিটাগং কিংসও আছে শেষ চারের দৌড়ে। কুড়ি কুড়ির আসর যখন সিলেট ছেড়ে চট্টগ্রামের পথে, তখন সুখবর শুনলেন কিংসের বাহাতি ব্যাটার। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। মঙ্গলবার তিনিই দিয়েছেন খুশির খবর।

দারুণ একটি ছবি জুড়ে দিয়ে ২৪ বর্ষী ব্যাটার ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্রসন্তান পেয়ে আমরা আনন্দিত। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, রক্ষা করুন এবং সচ্চরিত্রের অধিকারী করুন। তার এই জীবনযাত্রায় আপনাদের প্রার্থনা প্রার্থী।’

সহপাঠী ইয়োসরা নূরের সঙ্গে ২০২২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন শামীম। দম্পতি এবারই হলেন সন্তানের জনক।

বিপিএলেও দারুণ করছেন শামীম। এখন পর্যন্ত চার ম্যাচে এক ফিফটিতে ১১১ রান করেছেন। তার দল চিটাগাংও হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্টে দুয়ে আছে। ১৪ পয়েন্টে শীর্ষে আছে রংপুর রাইডার্স। এবার তাদের ডেরায় জমবে বিপিএল।

Sharing is caring!