প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হামজার কারণে বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ণ
হামজার কারণে বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে

ক্রীড়া প্রতিবেদক:
বছরখানেক আগে হাভিয়ের কাবরেরা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, ‘কোনো একদিন হামজা চৌধুরি বাংলাদেশের জার্সি পরে খেলবেন।’ সেই একদিন খুব সম্ভবত এসেই পড়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশদ্ভূত ইংলিশ তারকার। তার জন্য হলেও বিশ্বের অনেক দেশ এখন লাল-সবুজের খেলায় নজর রাখবে বিশ্বাস কাবরেরার।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হাজমার অন্তর্ভুক্তিতে শুধু জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়বে তা নয়। ক্যাবরেরা মনে করেন, হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বিশ্বের নজরও থাকবে এদিকে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে কাবরেরার। নতুন মেয়াদে দায়িত্ব শুরুর আগে মঙ্গলবার তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে।

ক্যাবরেরা বলেছেন, ‘হামজার মতো একজন ফুটবলার দলে খেলবেন, এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ এবং দেশের জন্য অনেক বড় খবর। তার অন্তর্ভুক্তি দলের ভাবমূর্তিই বাড়াবে না, আন্তর্জাতিকভাবে অনেক দেশের নজর এখন থাকবে বাংলাদেশ জাতীয় দলের দিকে। তিনি হতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার যিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন।’

সামনে এশিয়ান বাছাইয়ের চ্যালেঞ্জ, ক্যাম্প শুরু এবং এশিয়ান কাপের লক্ষ্য নিয়ে কথা বলার পাশাপাশি হামজার প্রসঙ্গও ঘুরেফিরে আসে। জামালদের স্প্যানিশ কোচ বলেছেন, ‘হামজা অনেক বড় মাপের খেলোয়াড়। সে সহজেই আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। তার উপস্থিতি বাংলাদেশ জাতীয় দলকে করবে আরো সম্মানিত।’

Sharing is caring!