প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মালানের ঝড়ো ইনিংসে বরিশালের টানা পঞ্চম জয়

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
মালানের ঝড়ো ইনিংসে বরিশালের টানা পঞ্চম জয়

প্রেস বিজ্ঞপ্তি:
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। নিজেদের সবশেষ ম্যাচ জিতেই প্লে অফ নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়নরা আজ খুলনার বিপক্ষেও পেয়েছে দারুণ এক জয়। আগে ব্যাট করে বরিশালকে ১৮৮ রানের বড় লক্ষ্যই দিয়েছিল মেহেদী মিরাজের দল। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালানের খেলা ৩৭ বলে ৬৩ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তামিম ইকবালরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৭ বলে ১১ রান করে আউট হন তাওহীদ হৃদয়। হৃদয় ফিরলে ক্রিজে আরেক ওপেনার তামিমের সঙ্গী হন মালান। এ দুজন মিলে জুটি গড়ে দলকে এগিয়ে দেন। খুলনার বোলারদের সামলে তামিম-মালান মিলে গড়েছিলেন ৯১ রানের জুটি।

২৫ বলে ২৭ রান করে তামিম দলীয় ১০২ রানে আউট হলেও মালান পেয়েছেন ফিফটির দেখা। মারকুটে ব্যাটিংয়ে ২৯ বলে ফিফটি করা মালান আউট হন ৩৭ বলে ৬৩ রান করে। এদিকে দলকে জেতানোর পথে আজ ঝড়ো ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ২৩ বলে ২৪ রান করে তিনি আউট হওয়ার পরও মুশফিকুর রহিমও সাজঘরে ফিরেন ১৭ বলে ২৪ রান করে।

এরপর বরিশালের জয় নিশ্চিত হয়ে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবীর ১৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে। দলকে জেতানোর পথে ৬ বলে ১৮ রান করেছেন ফাহিম, ১০ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন নবী।

এর আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন খুলনার দুই ওপেনার মেহেদী মিরাজ ও নাইম শেখ। ১৮ বলে ২৯ রান করে মিরাজ আউট হলেও ঝড়ো ফিফটি করেন নাইম। ২৭ বলে ৫১ রান করে আউট হন তিনি।

এছাড়া অ্যালেক্স রসের ১৫ বলে ২০, আফিফ হোসেনের ২৭ বলে ৩২ ও শেষদিকে মাহিদুল ইসমান অঙ্কণের ১২ বলে ২৭ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় খুলনা।

Sharing is caring!