প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

এমবাপ্পের গোলের পরও মাদ্রিদ ডার্বি জেতা হলো না রিয়ালের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ণ
এমবাপ্পের গোলের পরও মাদ্রিদ ডার্বি জেতা হলো না রিয়ালের

স্পোর্টস ডেস্ক:
সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বিতে জেতা হলো না রিয়াল মাদ্রিদের। বরং কিলিয়ান এমবাপ্পের গোলে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়িয়েছে দলটি। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগ করেছে দু’দল। আর তাতেই জমে উঠেছে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াই।

এদিন নিজেদের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার বদলে উল্টো এক গোল হজম করেছে রিয়াল। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি আদায় করে সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ। সেই গোল আর প্রথমার্ধে শোধ দিতে পারেনি রিয়াল।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ম্যাচে সমতা টানতে রিয়াল নেয় মাত্র ৫ মিনিট। ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর আর বাকি সময় চেষ্টা চালিয়ে জালের দেখা পায়নি রিয়াল। সুযোগ নষ্ট করেছে আতলেতিকোও। তাতে করে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ গোলে।

এই দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে এখন জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিল। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আতলেতিকো। অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সা রিয়ালের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে। সামনের ম্যাচে জয় পেলে যেই ব্যবধান আরও কমে নেমে আসতে পারে ২ পয়েন্টে।

Sharing is caring!