প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদ্রিদের কাছে হারল সিটি, ট্রলের বন্যায় ভাসছেন আগুয়েরো

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ণ
মাদ্রিদের কাছে হারল সিটি, ট্রলের বন্যায় ভাসছেন আগুয়েরো

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
‘জেনে শুনে বিষ আমি করিয়াছি পান’ – এখন নিশ্চয়ই এমন কিছুই ভাবছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো! ম্যানচেস্টার সিটি ৮০ মিনিটে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে ২ গোল হজম করে হেরে বসে রিয়াল মাদ্রিদের কাছে। এরপর থেকেই আর্জেন্টাইন এই স্ট্রাইকার ভেসে যাচ্ছেন ট্রলের বন্যায়।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের নাটকীয় প্রত্যাবর্তন যেন নিয়মিত দৃশ্য। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে শেষ ছয় মিনিটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

Manual1 Ad Code

প্রথম লেগে ৮৬ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে থাকা রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোল নিশ্চিত করে রিয়ালের জয়। অথচ ম্যাচের নায়ক হতে পারতেন আর্লিং হালান্ড, যিনি সিটির হয়ে জোড়া গোল করেন।

Manual6 Ad Code

প্রথমে ১৯তম মিনিটে গোল করে এগিয়ে নেন হালান্ড, এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। কিন্তু ৮৬ মিনিটে ব্রাহিম দিয়াজের গোল সমতা ফেরায়। অতিরিক্ত সময়ে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন বেলিংহ্যাম, যা শেষ করে দেয় সিটির আশা।

এই হারের পর থেকে আগুয়েরোকে রীতিমতো শূলে চড়িয়েছেন নেটিজেনরা। বিশেষ করে গেম অফ থ্রোন্স টিভি সিরিজের থিওন গ্রেজয়ের সঙ্গেও এখন তুলনা করা হচ্ছে তাকে।

সিটির সঙ্গে তার এখন আর কোনো সরাসরি যোগ নেই। তবে তাকে এভাবে ট্রলের বন্যায় ভেসে যেতে হচ্ছে মূলত তার একটা কথার কারণে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচের আগে তিনি রীতিমতো দুঃসাহসী একটা ঘোষণাই দিয়ে বসেছিলেন।
তিনি বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ম্যানচেস্টার সিটিকে হারাতে পারবে না। যদি পারে, তাহলে আমি আমার অণ্ডকোষ কেটে ফেলব।’ রিয়াল মাদ্রিদ আর সিটি দুই দলেরই সাম্প্রতিক পারফর্ম্যান্স ভালো নয়, তবে এমন পরিস্থিতিতেও রিয়াল ছিল পরিষ্কার ফেভারিট। সে পরিস্থিতিতে তার এই ঘোষণা দুঃসাহসী ছিল বৈকি!

Manual2 Ad Code

শেষমেশ হয়েছেও তাই। সিটি হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে। এরপর থেকেই নেটিজেনদের তোপের মুখে তিনি।

সিটির হারের পর থেকে তাকে থিওনের সঙ্গে তুলনা হচ্ছে। গেম অফ থ্রোন্স সিরিজে থিওনকে রামসে বোল্টন বন্দি করেন। এরপর তার ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। তার মানসিক ও শারীরিক অত্যাচারের অংশ হিসেবে রামসে তার অণ্ডকোষ কেটে ফেলেন।

সে কারণেই আগুয়েরোকে তার সঙ্গে মেলানো হচ্ছে এখন। কেউ কেউ তো আবার এক কাঠি সরেস! ফটোশপের মাধ্যমে থিওনের চেহারায় বসিয়ে দিয়েছেন আগুয়েরোর মুখ।

তবে ফুটবল বিশ্বে আগুয়েরোর এই দুঃসাহসী ঘোষণাই প্রথম নয়। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর আর্তুরো ভিদাল বলেছিলেন এ ধরনের কথা। যদিও তার কথার মান পরে রাখতে পারেনি বার্সা, লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় লিওনেল মেসির দল। এবার মেসির বন্ধু আগুয়েরোর সঙ্গেও একই রকমের পরিণতি ঘটল।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code