প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আফগানিস্তান চ্যালেঞ্জ, চিন্তার কিছু দেখছেন না হৃদয়

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ণ
আফগানিস্তান চ্যালেঞ্জ, চিন্তার কিছু দেখছেন না হৃদয়

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ধবলধোলাই হওয়ার পর এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান চ্যালেঞ্জ। তবে এবার ম্যাচের ফরম্যাট বদলানোয় জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট বলেই আফগানিস্তান চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাওহিদ হৃদয়।

শারজাহতে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেই সিরিজে ব্যর্থতা ভুলে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চায় নাজমুল হোসেন শান্তর দল।

Manual8 Ad Code

তবে আফগানিস্তান এখন প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা। তাছাড়া শারজাহতেই কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে দলটি। এছাড়া দ্বিপাক্ষিক লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয়ী তারা। এই অবস্থায় বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

Manual4 Ad Code

তবে সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছে বাংলাদেশ। এমনটাই দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।

এই ব্যাটার বলেন, ‘আফগানিস্তানের বোলিং বিভাগ বিশেষ করে স্পিনাররা সবসময়ই ওদের শক্তির জায়গা। এটা আমরা সবাই জানি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা দলই শক্তিশালী। প্রতিটা দেশে তাদের সেরা ক্রিকেটাররাই খেলে।’

Manual6 Ad Code

হৃদয় আরও বলেন, ‘তাই এগুলো নিয়ে বেশি চিন্তার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হলে এই চ্যালেঞ্জটা নিতেই হবে। প্রতিপক্ষে কারা আছে, তাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। সেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব।’

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code