প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৬ দিনের মাথায় মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ণ
৬ দিনের মাথায় মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়েকে একবার দেখার জন্য ভক্ত-অনুরাগীরা উদ্গ্রীব হয়ে আছেন। এবার সদ্যোজাত কন্যাকে এক ঝলক প্রকাশ্যে আনলেন এ তারকা দম্পতি।

Manual8 Ad Code

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, দীপাবলির আবহে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের জন্মের পরই অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছিলেন— বাড়িতে লক্ষ্মী এসেছে। তারা কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। যদিও অন্তঃসত্ত্বা অবস্থার কথা কাউকে ঘুণাক্ষরেও জানতে দেননি কাঞ্চন-শ্রীময়ী। পুরো সময়টাই আড়ালে রাখেন এ দম্পতি।

Manual6 Ad Code

তবে মেয়ের জন্মের পর মাতৃত্বের ৯ মাসের চড়াই-উতরাইয়ের কথা জানিয়েছেন তারা। তাদের ভক্ত-অনুরাগীরা এখন উদ্গ্রীব কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে দেখার জন্য। এবার সদ্যোজাত কাঞ্চনকন্যাকে প্রকাশ্যে আনলেন শ্রীময়ী।

Manual3 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের মেয়ের ছবি পোস্ট করে দেখালেন শ্রীময়ী। হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট ছোট্ট আঙুল ধরে রয়েছেন শ্রীময়ী। লম্বা, গোলাপি, নরম আঙুলের ছবিই প্রকাশ্যে এনেছেন কাঞ্চনপত্নী। সাধারণত তারকারা তাদের সন্তানের মুখ দেখানোর আগে হাত-পায়ের ঝলক দিয়ে থাকেন।

Manual5 Ad Code

ঠিক যেমন কদিন আগেই করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি মেয়ের নাম প্রকাশের দিন মেয়ের পায়ের ছবি দিয়েছিলেন। আনুশকা শর্মাও ছেলের ছোট্ট হাতের ছবি দেন। ঠিক একই পথে হেঁটেছিলেন রাজ-শুভশ্রীও। এবার তাদেরই অনুসরণ করলেন কাঞ্চন-শ্রীময়ী।

এদিকে সন্তান জন্ম দেওয়ার পর শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন—মেয়ে ভালো আছে। আমিও ভালো আছি। তবে ধকল গেছে একটু। তাই ক্লান্তি রয়েছে। এ-ও জানিয়েছেন তিনি, খুশিতে আত্মহারা কাঞ্চন। কালীপূজার পরেই বাড়িতে কন্যাসন্তান। বিধায়ক-অভিনেতার মতে, দেবীই কন্যা রূপে এসেছেন তার ঘরে। তবে কার মতো দেখতে হয়েছে, এখনই বুঝতে পারছেন না নতুন মা-বাবা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code