স্টাফ রিপোর্টার:
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় রোববার থেকে বিয়ানীবাজার উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনকারী ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’–এর অন্যতম নেতা ও প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির (১২০৬৮) সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।
প্রাথমিক শিক্ষক সমিতি (১২০৬৮) বিয়ানীবাজার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুন্না বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা বিয়ানীবাজার উপজেলার শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’
Sharing is caring!