প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে গ্যাস ফিল্ড থেকে ৫ লক্ষ টাকার গাছ কেটে নিলেন সিবিএ নেতা

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে গ্যাস ফিল্ড থেকে ৫ লক্ষ টাকার গাছ কেটে নিলেন সিবিএ নেতা

Manual3 Ad Code

 

সামিয়ান হাসান :

 

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ৫ লক্ষ টাকার গাছ অবৈধভাবে কেটে নিয়েছেন এক সিবিএ নেতা। আকাশি জাতের ২২ টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি। বিষয়টি গ্যাসফিল্ডের সবার জানা থাকলেও মুখ খুলছেননা কেউ।

 

সূত্র জানায়, বিয়ানীবাজার পৌর এলাকাধীন খাসাড়ীপাড়ায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের ২নং কুপ এর আবাসিক এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কাটা হয়। অনেকটা প্রকাশ্যে গাছগুলো কেটে নিয়ে দ্রæত তা অন্যত্র বিক্রি করে দেন তিনি। সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের প্ল্যান অপারেটার আব্দুর রহমান এতে নেতৃত্ব দেন। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারো অনুমতি নেননি বলে জানা গেছে।

 

 

আব্দুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরোও নানা অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলী করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান এই সিবিএ নেতা ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। ওই সিবিএ নেতা পতিত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলে অনেকেই জানান।

 

বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এর উপ-মহা ব্যবস্থাপক আব্দুর রহমান রুমি বলেন, আবাসিক এলাকা থেকে গাছ কাটার বিষয়ে আমি পরে জেনেছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বড় অপরাধ। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে সিবিএ নেতা আব্দুর রহমানকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

 

 

 

Manual1 Ad Code

 

 

 

 

 

 

 

 

Manual5 Ad Code

 

 

 

 

 

 

Manual5 Ad Code

 

 

Manual8 Ad Code

 

 

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code