প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে এবার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে এবার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Manual6 Ad Code

জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফের সরব হলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে সংগঠনটির ব্যানারে আকস্মিক বিক্ষোভ মিছিল করে ১০-১৫ জন নেতা-কর্মী। হঠাৎ করেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘অবৈধ ট্রাইবুনাল মানি না, মানবো না’-এই স্লোগানে বাজার মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলের নেতৃত্ব দেন জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ। কয়েক মিনিটের মধ্যে মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Manual2 Ad Code

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত বহন করছে।
একটি সূত্র জানিয়েছে, প্রভাবশালী মহলের আশ্বাসেই ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিলে অংশ নেন।

Manual1 Ad Code

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘ভোরের দিকে সবাই যখন ঘুমে ছিল, তখনই ছাত্রলীগের ব্যানারে কয়েকজন হঠাৎ বাজারে মিছিল করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, তবে কাউকে পাইনি। তারা গাড়িযোগে এসে কয়েক মিনিটের মধ্যেই চলে যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code