প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানের শীষ মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
ধানের শীষ মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

Manual5 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপির প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থী এমরান আহমদ চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের ্একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শোকরানা দোয়ার পর নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন দেন তিনি।

Manual4 Ad Code

 

এ সময় ধানের শীষ প্রতীক হাতে নিয়ে নেতাকর্মীসহ পৌরশহরে গণসংযোগ করেন এমরান আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

 

শোকরানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার চিরতরে বিলুপ্ত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষ এ দেশের মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক। আসন্ন নির্বাচনে দেশের মানুষ ধানের শীষকে বেছে নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

 

এমরান আহমদ চৌধুরী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে যেভাবে রাজনীতিতে গতি ফিরেছিল, ঠিক একইভাবে তারেক রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরবে।

 

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিএনপি নেত্রী সাবিনা খান পপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code