প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের, আমিরুলের ৫

editor
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের, আমিরুলের ৫

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে বিশাল বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওমানের জালে রীতিমতো গোল উৎসব করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৩-০ গোলে ওমানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

এই ম্যাচেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের আমিরুল। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রক করা আমিরুল ওমানের বিপক্ষে একাই করেছেন ৫ গোল। এছাড়া রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে একচেটিয়া খেলেছে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। ১১মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

Manual8 Ad Code

আবদুল্লাহ ৩৩ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন। আমিরুল পরের মিনিটে করেন তার চতুর্থ গোল। ওবায়দুল হাসান জয় ৪০তম মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি করেন।

শেষ কোয়ার্টারে আরও ৫ গোলের দেখা পায় বাংলাদেশ। ৪৬ মিনিট রাকিবুল হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড ও ৫৩ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করলে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানের জয় পায় বাংলাদেশ।

Manual7 Ad Code

এই নিয়ে চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করলেন আমিরুল। গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এছাড়া গত আসরের রানার আপ ফ্রান্সের বিপক্ষেও একটি গোলের দেখা পান আমিরুল।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code