স্টাফ রিপোর্টার:
সিলেটে ওয়ার্ড যুবলীগের এক সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুস সালাম শাহেদ (৪৫) সিলেট মহানগর যুবলীগের আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি। তিনি দক্ষিণ সুরমার ভার্থখলার মৃত কলন্দর আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, যুবলীগ নেতা আবদুস সালাম শাহেদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!