প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে চাচার ঘর থেকে বের হলো কিশোরের নিথর দেহ

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
সিলেটে চাচার ঘর থেকে বের হলো কিশোরের নিথর দেহ

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মো. সাঈম (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার জানাইয়ার নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। সাঈম ঐ এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, সাঈমের পাশের বাড়ির তার চাচা তাহির মিয়ার ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।

তিনি জানান, ঐ কিশোরের চাচার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শরীরে কোন শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

Sharing is caring!