প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৬ হিজরি

র‌্যাব-পুলিশ ধরলো ডাকাত সর্দারকে

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
র‌্যাব-পুলিশ ধরলো ডাকাত সর্দারকে

স্টাফ রিপোর্টার:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত দলের সর্দারকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা থেকে অস্ত্র-গুলি ও ডাকাত দলের সর্দার মো. মুছা মিয়া (৪৪) আটক করা হয়। আটক মো. মুছা মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মৃত আলী বক্সের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব-৯, সিলেট সিপিসি-১ ও বাংলাদেশ পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা হতে ডাকাত দলের সর্দার মো. মুছা মিয়া (৪৪) কে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৫টি সর্টগানের কার্তুজ, ২টি রামদা, ৪টি ছোরা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৬টি মোবাইল ফোন পাওয়া যায়।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরর মাধ্যমে আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Sharing is caring!