
স্টাফ রিপোর্টার:
দলীয় কর্মী-সমর্থক ও ভোটার বাড়াতে বাড়ি-বাড়ি গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে বিয়ানীবাজার জামায়াতে ইসলামী। সাধারণ মানুষের সাথে মিশে দলীয় রাজনীতির ভিত্তি এবং ইসলামি কার্যক্রম সম্পর্কে জানান দিচ্ছে দলটির দায়িত্বশীলরা। উপজেলার অধীনস্থ ইউনিয়নগুলোর একদম তৃণমুলে গিয়ে তাদের এমন কার্যক্রমে বেশ সাড়া পড়েছে। একাধিক ইউনিয়নে দাওয়াতি কার্যক্রম শেষ হয়েছে বলে দলটির সাথে সংশিষ্ট বিভিন্ন সূত্র জানায়।
বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর যুব ইউনিটের সভাপতি শফি আহমদ মুন্না বলেন, ‘সাংগঠনিকভাবে স্বাভাবিক কাজকর্ম বেগবান করার অংশ হিসেবে যোগাযোগ বাড়ানোসহ দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক কার্যক্রমে মানুষের আরোও কাছে যাওয়ার অংশ হিসেবে সর্বত্র দাওয়াত দেয়ার কাজ চলছে। রাজনৈতিক দলে সাধারণ মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।’ তিনি জানান, প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব।
স্থানীয় জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, এবার ভিন্ন ধর্মাবলম্বি এবং নারীদের টার্গেট করে দাওয়াতি কার্যক্রমে গুরুত্ব দেয়া হয়েছে। তাছাড়া গ্রামের একদম সাধারণ মানুষকেও ইসলামি রাজনৈতিক দলের গুরুত্ব বোঝানোর চেষ্টা চলছে।
Sharing is caring!