
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ বাজার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভায় মিলিত হয়। স্থানীয় জুলাই ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পার হলেও দেখি আওয়ামী লীগের বিচারের কোনো কাজই হয়নি। আমাদের চোখের সামনে দিয়ে খুনিরা বিদেশে চলে যাচ্ছে। প্রশাসনের ভাইয়েরা বসে বসে নাটক সাজাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই-আগস্টে যে অভ্যুত্থান ছাত্র-জনতা করেছিল, এখনো সেই ছাত্র-জনতা ঘরে ফিরে যায়নি।
Sharing is caring!