
স্টাফ রিপোর্টার:
টানা অতি বৃষ্টিতে জলাবদ্ধ জনপদে রুপ নিয়েছে বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশের এলাকা । ডুবে গেছে অধিকাংশ রাস্তাঘাট। অবর্ননীয় দুর্ভোগ পোহাচ্ছেন বিয়ানীবাজারবাসী।
শুক্র ও শনিবারের ভারী বৃষ্টিতে প্রধান সড়কসহ গ্রামীণ সড়রে কোথাও হাঁটু পানি, কোথাওবা কোমর সমান। এ অবস্থায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবহাওয়ার যা পূর্বাভাস, আগামী কয়েকদিন এ অবস্থা চলতে থাকবে।
বিয়ানীবাজার অঞ্চলে বৃহস্পতিবার থেকেই থেমে থেমে ঝরছিল বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি। শুক্রবারেও ভারী বৃষ্টি হয়েছে। আজ শনিবার অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীন সড়ক।
এদিকে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকায় টানা বর্ষণের কারণে টিলা ধসের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়ে।
বিয়ানিবাজার উপজেলা প্রশাসন জানায়, টিলা ধসে নিদনপুর গ্রামের বাসিন্দা কাওছার আহমদের বসতঘরের ভিতরে মাটি ঢুকে পড়ে। এতে ঘরের অভ্যন্তরীণ মালামালসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
অপরদিকে পৌরশহরের জলাবদ্ধ বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মুস্তাফা মুন্না।
Sharing is caring!