প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে ট্রাক চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

editor
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৪:১৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ট্রাক চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে মোটরসাইকেল ও সিমেন্টবাহি কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকালে সিএনজি স্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রীর নাম সুহেনা আক্তার (২২)। সে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলিমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। সে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রী মোটরসাইকেলের ধাক্কায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রী মোটরসাইকেলের ধাক্কায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিয়ানীবাজার থানার ওসি তদন্ত ছবেদ আলী জানান, দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। আমরা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছি।

Sharing is caring!