প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে ভাঙ্গণ রোধে প্রশাসনের উদ্যোগে সোয়া কোটি টাকার প্রকল্প

editor
প্রকাশিত জুন ২, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ভাঙ্গণ রোধে প্রশাসনের উদ্যোগে সোয়া কোটি টাকার প্রকল্প

 

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ভাঙ্গণ প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে সোয়া কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবের প্রেক্ষিতে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সুপারিশের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্প গ্রহণ করে।

 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না নিজেই এ তথ্য জানান।

 

জানা যায়, গৃহীত প্রকল্পের আওতায় চারখাইয়ের নয়াগ্রাম জামে মসজিদ, দুবাগের গজুকাটা বিওপি, আলীনগরের ঢাকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদের ভাঙ্গন ঠেকাতে মোট ১ কোটি ২৪ লাখ টাকার প্রকল্পের প্রশাসনিক অনুমোদন হয়েছে। এসব এলাকা সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ঝূঁকির মুখে ছিল। জিও ব্যাগে মাটি ভরাটের এসব প্রকল্পে আপাতত: ভাঙ্গণ ঝূঁকি থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে মনে করছেন এলাকাবাসী।

 

আপদকালীন জরুরী কাজ বিবেচনায় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো: কাইছার আলম এসব প্রকল্প অনুমোদন দেন।

Sharing is caring!