প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে লাখ টাকার ভিতরের গরুতেই চোখ : দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

editor
প্রকাশিত জুন ৪, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
বিয়ানীবাজারে লাখ টাকার ভিতরের গরুতেই চোখ : দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

 

* হতাশায় বড় গরুর বিক্রেতারা
* ঈদের আগের রাতকে ‘লটারির রাত’ আখ্যা

 

স্টাফ রিপোর্টার:

কোরবানির পশু কিনে হাট থেকে বাড়ি ফেরা, পথিমধ্যে ‘কত ওইলো’ চিরচেনা জিজ্ঞাসা, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে হাটে যাওয়া, দেখে বুঝে, দরদাম করে কেনা পশুটি নিয়ে বাড়ি ফেরা—ঈদুল আজহার প্রস্তুতি মানেই এমন নানান আয়োজন। সবমিলিয়ে কোরবানির ঈদের আগে বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার অন্যান্য পশুর হাট কেন্দ্রিক একটি উৎসবের আমেজ বিরাজ করতে শুরু করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ও ছাগলসহ নানা পশু বিয়ানীবাজারের হাটগুলোতে বিক্রির জন্য তুলেছেন বিক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে সরগরম হয়ে ওঠেছে হাটগুলো। তবে আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল থেকে ঈদের রাত পর্যন্ত ভালো বেচাকেনা হবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা।

আজ থেকে গরুর গলায় বাঁধা রশি হাতে অনেকেই বাসায় ফিরবেন বলে উল্লেখ করছেন বিক্রেতারা।

এদিকে যাদের বাসা হাট থেকে কিছুটা দূরে, তারা পিকআপ ভ্যানে গরু নিয়ে ফিরছেন। তবে গরুর বহনের গাড়ি বা পিকআপ ভ্যানের ভাড়া অতিরিক্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ গরুর ক্রেতাদের।

 

বুধবার (৪ জুন) বেশ কয়েকটি হাট ঘুরে ক্রেতা, বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় আকৃতির গরু তুলনামূলক কম বিক্রি হচ্ছে। তবে সিংহভাগ ক্রেতাদের চাহিদায় আছে মাঝারি ও ছোট আকৃতির গরু। বলতে গেলে লাখ টাকা দামের গরুর দিকেই ক্রেতাদের বেশি আকর্ষণ এবার। হাটগুলোতে এই ধরনের গরুর বিক্রির সংখ্যাই বেশি।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মূলত আজ, কাল— এই দুই দিন সবচেয়ে বেশি গরু বিক্রি হবে বলে আশা করছেন। তারা বলছেন, ঈদের রাতের হাট প্রতিবারই লটারির রাত হিসেবে সবাই জানে, ওই রাতে হয় দাম বাড়বে, নয়তো কমবে। তবে এখন পর্যন্ত ক্রেতাদের ভাষ্য, ছোট-মাঝারি সাইজের গরুর দাম বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, এবার অন্যবারের তুলনায় গরুর দাম কম। যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিয়ানীবাজারে এবারও সবচেয়ে বড় পশুর হাট বসেছে পৌরশহরের পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে। বিশাল মাঠজুড়ে আজ-কাল পছন্দের পশু বিক্রি হবে সবচেয়ে বেশী। সিরাজগঞ্জ থেকে এই মাঠে ৭টি গরু নিয়ে আসা বিক্রেতা শহিদুল বলেন, পিএইচজি মাঠে গরুর দাম ভালো পাওয়া যায়। এই মাঠে ক্রেতাও বেশী। তবে এখনও সেভাবে গরু বিক্রি শুরু হয়নি। মূলত আজ, কাল এই দুই দিন গরু বেচাকেনা হবে। এখন পর্যন্ত ছোট-মাঝারি সাইজের গরুই ক্রেতারা বেশি কিনছে, দরদামও হচ্ছে এসব গরু নিয়েই। বড় গরুর দাম সেভাবে কেউ করছে না। আমার ৭টা গরুর মধ্যে ২টা বড়, যেগুলোর দাম এখনও কেউ করেনি। বড় গরু নিয়েই ভয়ে আছি।

বিয়ানীবাজারে যত পশুর হাট

আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসাবে কোরবানীর জন্য পশু ক্রয়ের সময় বেশ ঘনিয়ে এসেছে। এবার পৌরশহরের পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠ, মুরাদগঞ্জ বাজার, মুড়িয়ার ওয়াব আলী মার্কেট, লাউতার বারইগ্রাম, তিলপাড়ার দাসউরা ও আছিরগঞ্জ বাজার, মাথিউরার ভাটা বাজার, কুড়ার বাজারের বৈরাগীবাজার, দুবাগ বাজার, চারখাই, রামদা, দিঘিরপার বাজারে এবার পশু ক্রয়-বিক্রয় চলবে।

 

বিঢানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান স্থানীয় পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা বুধবার সরজমিন পরিদর্শণ করেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারদের সাথে কথা বলেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

Sharing is caring!