প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘ভাইরাল’ শ্যামল গ্রেপ্তার

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ণ
‘ভাইরাল’ শ্যামল গ্রেপ্তার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করে। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেপ্তার শ্যামল চন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড’ উক্তির জন্য ভাইরাল হন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code