প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নয়া সম্পর্কের ইঙ্গিত

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০২:৪৬ অপরাহ্ণ
নয়া সম্পর্কের ইঙ্গিত

 

বিনোদন ডেস্ক:

 

নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ির জানালায় কারও হাতের ওপর হাত রেখেছেন পরী। যদিও পাশের মানুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারো প্রেমে পড়েছি।

 

প্রসঙ্গত, ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমনি। তবে বছর গড়াতেই ভেঙে যায় দু’জনের সংসার। এরপরে সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই থাকছেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরীমনি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না।

 

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর যখন নতুন করে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে, ছেলে এবং মেয়ে তার দু’টি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই। সেই ঘোষণার পর আবারো নতুন করে প্রেমে পড়ার ইঙ্গিত দিলেন অভিনেত্রী। তার সেই ভিডিওতে শুভাকাঙ্ক্ষী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। যদিও নতুন করে সম্পর্কের ব্যাপারে এখনো কিছু খোলাসা করেননি পরী।

Sharing is caring!