প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারের চান্দলা-আলীপুর বিদ্যালয়ের ভূমি নিয়ে কমর উদ্দিন যা জানালেন

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
বিয়ানীবাজারের চান্দলা-আলীপুর বিদ্যালয়ের ভূমি নিয়ে কমর উদ্দিন যা জানালেন

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজারের চান্দলা-আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখল চেষ্টার সংবাদ নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন একই গ্রামের কমর উদ্দিন। তিনি জানান, প্রকাশিত সংবাদের অনেক তথ্য অসত্য এবং উদ্দেশ্যমূলক।

 

তিনি বলেন, বিয়ানীবাজার উপজেলাধীন তিলপাড়া ইউনিয়নের চান্দলা মৌজার জে.এল নং ১১৯, দাগ নং ৪৩৩-এ চান্দলা-আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ওই বিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন তার মালিকানাধীন কিছু জমিজমা রয়েছে। নিজ মালিকানাধীন ওই জমিতে তিনি স্থাপন নির্মাণ করছেন। এতে এলাকাবাসীর পক্ষ থেকে কেউ আপত্তি জানাননি। পরবর্তী সময়ে ব্যক্তি-বিশেষের ইন্ধনে কিছু সহজ-সরল লোক বিদ্যালয়ের জমি জবরদখলের চেষ্টার কাল্পনিক অভিযোগ প্রচার করছে। যা নিন্দনীয় এবং বিভ্রান্তিকর।

 

তিনি আরোও বলেন, বিষয়টি বর্তমানে তিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের কাছে সামাজিকভাবে নিষ্পত্তির অপেক্ষায় আছে। এরপরও মহল বিশেষের এমন অপপ্রচার নিয়ে তিনি উদ্বিগ্ন।

Sharing is caring!