
সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় রোববার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরে আনন্দ মিছিল হয়েছে। উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন।
এর আগে পোস্ট অফিস মোড়ে জমায়েত হওয়া নেতাকর্মীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
পরে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, সিনিয়র বিএনপি নেতা আব্দুস সবুর, আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি হোসেন আহমদ দুলন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকালে বিএনপি নেতৃবৃন্দ বিয়ানীবাজারের নবাগত উপজেলা নির্বাহী অফিসার গোলাম মস্তুফা মুন্নার সাথে মতবিনিময় করেন।
Sharing is caring!