প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, কাকে পাত্রী হিসেবে চেয়েছিলেন সালমানের মা?

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, কাকে পাত্রী হিসেবে চেয়েছিলেন সালমানের মা?

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল এই সুপারস্টারের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেত্রী সোমি আলির সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই সালমানের জীবনে আগমন ঘটে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। বলিউড পাড়ায় সেই সম্পর্কের কথা কারও অজানা নয়। তবে তিক্ততা দিয়েই শেষ হয় সেই সম্পর্কও।

Manual4 Ad Code

এছাড়া ক্যাটরিনা কাইফের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ভাইজান। সেটাও হয়নি স্থায়ী। যদিও দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রয়েছে এখনও। একটা সময় সালমানের জন্য পাত্রী পছন্দ করেছিলেন স্বয়ং তার মা।

তবে সেটা ঐশ্বরিয়া বা ক্যাটরিনা নয়। ছোট পর্দার এক অভিনেত্রীকে নাকি পুত্রবধূ হিসাবে পেতে চেয়েছিলেন সালমানের মা।

২০১৩ সালে ‘বিগ বস্ ৭’-এ নিজের ধারাবাহিক ‘রংরসিয়া’র প্রচারে এসেছিলেন শানায়া ইরানি ও আশিস শর্মা। সেই সময়েই সালমান জানিয়েছিলেন, তার মা শানায়াকে পর্দায় দেখতে কতটা পছন্দ করেন। সালমানের মা নাকি শানায়ার ধারাবাহিকে ডুবে থাকতেন। তাদের খুনসুটির রসায়ন ধরা পড়েছিল ক্যামেরায়ও। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেছিলেন, সালমানের মা হয়ত শানায়াকেই ছেলের বৌ হিসেবে চেয়েছিলেন। ‘বিগ বস্ ১৮’ শুরু হতেই সেই পুরনো ঘটনা আবার নেটপাড়ার চর্চায়।

Manual1 Ad Code

সালমানের অনুরাগী অসংখ্য। বহু নারী অনুরাগী তাকে বিয়েও করতে চান। বছরখানেক আগে বিদেশ থেকে এক অনুরাগী ছুটে এসেছিলেন। তিনি জানিয়েছিলেন, সালমানকে প্রথম দেখেই তিনি প্রেমে পড়েছিলেন। তাই আজ তিনি ভাইজানকে বিয়ে করতে চান।

Manual7 Ad Code

এই শুনে সালমান জানিয়েছিলেন, তার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। ২০ বছর আগে দেখা হলে কিছু হতে পারত।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code