প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৬ হিজরি

সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনছে বাংলাদেশ

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ণ
সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে বসেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে উঠেছে সিরিজ হার এড়ানোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এমন ম্যাচে সিরিজ বাঁচাতে একাদশেও আনা হতে পারে পরিবর্তন।

প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৯৪ রানের টার্গেট দিয়েও জয় পায়নি বাংলাদেশ। শুরুর দিকে উইকেট পেলেও মাঝে উইকেট নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। যে কারণে সিরিজ বাঁচাতে বোলিংয়ে পরিবর্তন আনা হতে পারে। আর সেই সম্ভাবনায় বেশি। তবে অপরিবর্তিত থাকতে পারে ব্যাটিং অর্ডার।

নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। কেননা, প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি থাকার পরও এই বোলিং বিভাগই ভুগিয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

Sharing is caring!