প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল আটক

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল আটক

Manual8 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual4 Ad Code

বিজিবি জানায়, শুক্রবার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে ৯০০ গজ ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) আটক করা হয়। আটককৃত ট্যাবলেটের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার টাকা।

এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০ টি আটক করে। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩ শত টাকা।

Manual4 Ad Code

দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকার ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয় বিজিবি।

Manual3 Ad Code

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code