সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দূর্নীতিবাজরা ক্ষমতায় গেলে দেশ কলঙ্কিত হবে। বাংলাদেশ পিছিয়ে থাকার প্রধান কারণ হল দূর্নীতি আর লুটপাট। দেশকে দূর্নীতিতে কারা বারবার চ্যাম্পিয়ন করেছিল নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই আগের মতই দূর্নীতি করবে। দেশ আবারও কলঙ্কিত হবে। তাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের কল্যান নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের শাস্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে পাঁচ বছরের মধ্যেই দুর্নীতিমুক্ত, আত্মনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে—যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন রবিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম।
Sharing is caring!