প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য স্পেন, তবু বিশ্বকাপ নিশ্চিত অপেক্ষা

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ণ
বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য স্পেন, তবু বিশ্বকাপ নিশ্চিত অপেক্ষা

Manual6 Ad Code

স্পের্টস ডেস্ক:
বিশ্বকাপ বাছাইয়ে যেন দাপটের অন্য নাম স্পেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে। গোল দিয়েছে ১৯টি, তবে কোনো গোল হজম করতে হয়নি। সর্বশেষ শনিবার (১৫ নভেম্বর) রাতে জর্জিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে। এমন নিখুঁত ছন্দেও বিশ্বকাপ নিশ্চিত করতে এখনও সামান্য অপেক্ষা করতে হবে স্পেনের। যদিও সেটি নিছক কাগজে-কলমের হিসাব।

Manual3 Ad Code

জর্জিয়াকে হারিয়ে ইউরোপিয়ান বাছাইয়ের গ্রুপ ‘ই’-তে স্পেনের পয়েন্ট এখন ১৫, গোল ব্যবধান +১৯। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে তুরস্ক, তাদের গোল ব্যবধান +৫। নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দলই পাবে বিশ্বকাপের টিকিট।

Manual6 Ad Code

আগামী মঙ্গলবার মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। স্পেনকে হারানোর পাশাপাশি বিশাল ব্যবধানে গোল তুলতে হবে তুরস্ককে—যা প্রায় অবাস্তবই বলা যায়। হিসাবের খাতা ছাড়া স্পেনের বিশ্বকাপে যাওয়া নিশ্চিত ধরেই নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

তিবলিসিতে ম্যাচের শুরু থেকেই ছন্দময়, নিয়ন্ত্রিত ফুটবলের প্রদর্শনী ছিল স্পেনের। বল দখল থেকে আক্রমণ—সব সূচকেই স্বাগতিকদের ছাড়িয়ে যায় তারা। জোড়া গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। অন্য দুই গোল মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের।

ম্যাচশেষে টিভিইকে ফেরান তোরেস বলেন, ‘দল হিসেবে দারুণ খেলেছি। যদিও গণিত অনুযায়ী এখনও কিছু বাকি, শেষ ম্যাচে যোগ্যতা প্রমাণ করেই আমরা বিশ্বকাপ নিশ্চিত করতে চাই। আগে থেকে কিছুই ভাবা যায় না, তবে নিজেদের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।’

এদিকে একই রাতে গ্রুপ ‘জে’-তে কাজাখস্তানের মাঠে পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করেছে বেলজিয়াম। এই ড্রয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা আরও বিলম্বিত হলো রুডি গার্সিয়ার দলের। ৭ ম্যাচ শেষে বেলজিয়ামের পয়েন্ট ১৫। দুইয়ে থাকা উত্তর মেসেডোনিয়ার ১৩, সমান পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে ওয়েলস।

Manual8 Ad Code

শেষ ম্যাচে জিতলেই বা ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত করবে বেলজিয়াম। এমনকি হারলেও সুযোগ থাকছে সরাসরি টিকিট পাওয়ার—সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে উত্তর মেসেডোনিয়া–ওয়েলস লড়াইয়ের ফলাফলের দিকে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code